গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ দায়ী: তিতাস
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের কাছে ও নিচে মসজিদ কমিটি অনুমোদনহীন মসজিদের ভিত্তি স্থাপন করলে পাইপ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে তিতাস। এছাড়াও মসজিদ কমিটি মসজিদের ভেতর গ্যাসের গন্ধ পাওয়ার পরও কোনো গুরুত্ব না দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবেদন জমা দেয়।
তিতাসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি ১৭ পাতার ওই প্রতিবেদনে দুর্ঘটনার জন্য মসজিদ কমিটির অবহেলা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া, নিয়ম বহির্ভূতভাবে দুজন গ্রাহকের রাইজার স্থানান্তরসহ বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে তিতাস।
মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে কমিটি তাদের তদন্তে এককভাবে কাউকে দায়ী না করলেও, সমষ্টিগতভাবে অনেকেই এর দায় এড়াতে পারে না বলে জানিয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটনার দায় কেউ এড়াতে পারবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলার বিষয়টি গভীরভাবে যাচাই করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে তিতাসের ৮ জনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। ডিপিডিসির সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। অবৈধ সংযোগ বিষয়ে ডিপিডিসি সংশ্লিষ্টদের নামে মামলাও করেছে।
তিতাসের প্রতিবেদন আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক এই ঘটনার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে তৎপর থাকতে হবে।
Comments