প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. দীন মোহাম্মদ কোয়ারেন্টিনে
রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হোম কোয়ারেন্টিনে আছেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।
তিনি বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর ডা. দীন মোহাম্মদের প্রথম করোনার নমুনা পরীক্ষা করা হয়। তখন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর একদিন পর গত ১৫ সেপ্টেম্বর আবারও তার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। যেহেতেু প্রথমবার পজিটিভ এবং দ্বিতীয়বার নেগেটিভ সেক্ষেত্রে চিকিৎসক হিসেবে পজিটিভ ধরে নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকছেন। তিনি হাসপাতালে আসছেন না এবং রোগীও দেখছেন না।’
ডা. বদরুল হক আরও বলেন, ‘বর্তমানে ডা. দীন মোহাম্মদ সম্পূর্ণ সুস্থ আছেন। তার শরীরে করোনা সংক্রান্ত লক্ষণ নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।’
Comments