একজনের এফডিসিতে প্রবেশ বন্ধে চিঠি, অন্যজনের কঠোর নিষেধাজ্ঞা!

জায়েদ খান, মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের নিষেধাজ্ঞা আরও কঠোর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানের এফডিসিতে প্রবেশ বন্ধে এফডিসির এমডি বরাবর লিখিত আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতারা আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু  দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মিশা সওদাগরের বিষয়ে নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে। আর জায়েদ খান যেন এফডিসিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে এফডিসির এমডি বরাবর লিখিত আবেদন করা হবে।’

এর আগে, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছিল চলচ্চিত্রের ১৯ সংগঠন। তবে, সে বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়েই সম্প্রতি মিশা সওদাগর আমেরিকায় চলে যান।

তিনি আরও বলেন, ‘শিল্পী সমিতির বাদ যাওয়া সদস্যরা জায়েদ খানের ওপর খুবই বিরক্ত। এফডিসিতে জায়েদ এলে তার উপর চড়াও হতে পারে। এফডিসি যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই, আমরা চাই না এখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটুক। জায়েদ খানকে যাতে এফডিসি প্রবেশ করতে না দেওয়া হয় সেজন্য এফডিসির এমডি বরাবর আমরা লিখিত আবেদন জানাবো।’

চলচ্চিত্রের সংগঠনের আজকের আলোচনায় উপস্থিত ছিলেন- প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক কাজী হায়াত, প্রযোজক সামশুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও ওমর সানী।

 

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago