মানিকগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতাকর্মীকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কারখানার চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার সকালে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পরিচ্ছন্নতাকর্মী মো. জুলহাসের (৩৯) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুস সামাদ। তিনি সদর উপজেলার চান্দিরচর গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল মিলে কাজ করতেন। গতকাল বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চার সহকর্মী কারখানার কম্প্রেসার যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জুলহাসকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। জুলহাসের স্বজনরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
ভাস্কর সাহা আরও বলেন, ‘গতকাল রাতে জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কারখানার চার শ্রমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে চার আসামি— বিজয় হোসেন, সোহেল রানা, লাবু মিয়া ও সমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’
Comments