শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে হাসিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া দ্য ডেইলি স্টারকে সত্যতা নিশ্চিত করেছেন। হাসিনা বেগম ওই এলাকার ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বেপারীর স্ত্রী।
তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, ‘পারিবারিক কলহের কারণে কিছু দিন আগে তোফাজ্জল হোসেন তার স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন। হাসিনা বেগম ওই বাড়িতেই থাকতেন। যে কারণে তোফাজ্জল বাড়িতে যেতেন না। আজ সকালে জুবায়ের আহমেদ জয় যখন বাজারে যায়, তখন তার মা হাসিনা বেগম বিছানায় শুয়ে ছিলেন। বাজার থেকে ফিরে এসে জয় তার মায়ের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে।’
হারুন মিয়া আরও বলেন, ‘হাসিনা বেগমের সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো ছিল না। পুলিশ উদ্ধার করেছে। মরদেহে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
Comments