নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
নারায়ণগঞ্জ শহরের একটি মসজিদে পানির পাইপ লাইন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৬০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান হোসেন (৪০) আহত হন।
আজ শুক্রবার সকাল ১১টায় ২নং বাবুরাইল এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
মনির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মসজিদের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘বাইতুল ফালাহ জামে মসজিদের অজুখানায় পানি আসছিল না। তখন মিস্ত্রি মনির হোসেন পানির ট্যাংকের ওপর দাঁড়িয়ে রড দিয়ে পাইপ লাইন পরিষ্কার করছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন মুয়াজ্জিন সোলাইমান হোসেন। মসজিদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লোহার রড স্পর্শ করলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এদের মধ্যে মনির তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোলাইমান হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
Comments