ইন্টার মায়ামিতে পাড়ি জমালেন হিগুয়াইন
গুঞ্জন চলছিল বেশ কিছু দিন ধরে। ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে চুক্তির ইতি টেনে জল্পনা-কল্পনাকে বাস্তবে রূপদানের পথ প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়াইন। এরপর চূড়ান্ত ঘোষণা আসতেও খুব বেশি দেরি হয়নি। অভিজ্ঞ এ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি।
সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের যৌথ মালিকানাধীন দলটিতে হিগুয়াইন যোগ দিয়েছেন বিনা ট্রন্সফার ফিতে। শুক্রবার ৩২ বছর বয়সী এ স্ট্রাইকারকে স্কোয়াডে যুক্ত করার কথা নিশ্চিত করেছে মায়ামি।
নতুন মহাদেশে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকা হিগুয়াইন বলেছেন, ‘আমাকে চুক্তিবদ্ধ করার জন্য ইন্টার মায়ামির প্রচেষ্টার জন্য সবার আগে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, এটি আমার জীবনের সুন্দর একটি অভিজ্ঞতা হবে। এটিই আমি খুঁজছিলাম- নতুন একটি অভিজ্ঞতা, নতুন একটি লিগ আর সুন্দর একটি শহর। এখানে এসে আমি সত্যিই খুশি এবং সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
‘আমার লক্ষ্য হলো, আমি ইউরোপে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি তা বাকিদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করা এবং দলকে উন্নতি করতে সহায়তা করা। আমি ভালো বোধ করছি, আমি একজন খেলোয়াড় হিসেবে পরিপূর্ণ অনুভব করছি। একটি নতুন লিগে নিজেকে প্রমাণ করতে আমি উন্মুখ,’ যোগ করেছেন রিয়াল মাদ্রিদ ও নাপোলির সাবেক এ তারকা।
গতকাল বৃহস্পতিবার হিগুয়াইনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটায় জুভেন্টাস। ২০১৬ সালে যোগ দেওয়ার পর তুরিনের বুড়ি খ্যাত দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪৯ ম্যাচে ৬৬ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন তিনি। মাঝে ইংলিশ ক্লাব চেলসি ও আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়েও ধারে খেলেন এ আর্জেন্টাইন।
Comments