এবার সব শিরোপা চাই রামোসের
দারুণ একটি মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। সবচেয়ে বড় কথা লকডাউনের পর দাপট দেখিয়ে একের পর এক জয়ে মৌসুম শেষ করে তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশা পূরণ হয়নি। তবে সে ঘাটতি এবার পূরণ করতে পারবেন বলে মনে করেন দলীয় অধিনায়ক সের্জিও রামোস। এবার রিয়ালের লক্ষ্য সব শিরোপা জয়।
গত মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি সুপার কোপাও জিতেছিল রিয়াল। তবে সে সবকিছুই এখন অতীত বলে জানালেন রামোস। নতুন মৌসুমে শূন্য থেকে সব শুরু করতে হবে বলে জানান রিয়াল অধিনায়ক, 'নতুন মৌসুম শুরু হচ্ছে, আমরা গতবার লিগ এবং সুপারকোপা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তবে আপনি ফুটবলে অতীতে বাঁচতে পারবেন না। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
আর নতুন মৌসুমের লক্ষ্যটাও জানালেন অধিনায়ক, 'রিয়াল মাদ্রিদ প্রতিটি ট্রফি (জয়ের) জন্য প্রত্যাশা করে এবং এই মৌসুমে আমরা কী করতে চাই তার একটি বার্তা বিশ্বে প্রেরণের জন্য সেরা উপায়ে শুরু করার চেষ্টা করে যাচ্ছি। উদ্দেশ্য হলো প্রতিটি শিরোপা জয় করা।'
লক্ষ্য সব শিরোপা জয়। কিন্তু তারপরও দলটি ধাপে ধাপে এগিয়ে যেতে চায় বলেই জানালেন রামোস, 'আমাদের অল্প অল্প করে এগিয়ে যেতে হবে, ধাপে ধাপে, ম্যাচ বাই ম্যাচ। তবে আমরা সবকিছু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তাই আমাদের ভালোভাবে শুরু করতে হবে। ভালো তীব্রতা ও ছন্দ দিয়ে যাতে মৌসুমটি অনেক লম্বা মনে না হয়।'
আর লক্ষ্য পূরণে কঠিন সময়ের মধ্যেও নিজেদের প্রস্তুতিতে কোনো ছাড় দিচ্ছেন না রামোসরা, 'আমাদের একটি কঠিন এবং তীব্র প্রাক-মৌসুম কাটল এবং পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও, আমরা ভালদেববাসে প্রস্তুতিমূলক প্রচুর কাজ করতে পেরেছি, যদিও আমি জাতীয় দল থেকে সদ্যই ফিরেছি।'
করোনাভাইরাসের এ সময়ে অনেক লম্বা বিশ্রাম পেয়েছিলেন খেলোয়াড়রা। সেটাকেও প্রয়োজনীয় বলে মনে করেন রিয়াল অধিনায়ক। তবে এর মাঝেও কঠিন পরিশ্রম করেছেন বলে জানালেন তিনি, 'আমি এই গ্রীষ্মে কঠোর পরিশ্রম করেছি কারণ ফুটবল হচ্ছে প্রস্তুতি, ডায়েট এবং বিশ্রাম। আমি এখানে খুব খুশি এবং সত্যিই মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছি।'
Comments