যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্তার হোসেনের বাড়ি কুমিল্লা জেলার মুক্তিনগর মাইনকারচর গ্রামে। তিনি ধলপুরের লিচু বাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

তার ভাতিজা ইয়াসিন সুলতান রাকিব বলেন, চাচা যাতায়াত পরিবহনের গোলাপবাগ বাস কাউন্টারে ম্যানেজার হিসেবে কাজ করতেন। আজ ফজরের নামাজের আগেই কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। কিছু দূরে যাওয়ার পরে ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকার হাত ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আশে পাশের লোকজন দেখতে পেয়ে আমাদের জানায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago