আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে!
প্রায় তিন মাস হতে চলল হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেননি এ তারকা। আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনটাই জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
লকডাউন শেষ হওয়ার পর গত জুনে বার্নলির বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে হাঁটুতে আঘাত পান আগুয়েরো। ইনজুরি তখন এতোটা গুরুতর মনে হয়নি। ধারণা ছিল এক মাসের মধ্যেই ফিরে আসবেন এ তারকা। কিন্তু তিন মাস কেটে যাওয়ার পর আরও দুই মাস মাঠের বাইরে থাকার শঙ্কায় রয়েছেন এ আর্জেন্টাইন।
নতুন মৌসুমে নিজের মিশন শুরুর আগে সংবাদ সম্মেলনে আগের দিন আগুয়েরোর ইনজুরি নিয়ে কথা বলেন গার্দিওলা, 'আমরা জানি তার ইনজুরিটা অনেক কঠিন। সে তার কাজ করে যাচ্ছে। তার তৈরি হতে এক মাস থেকে দুই মাস লেগে যেতে পারে।'
এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি আগুয়েরো। ইনজুরি কাটানোর পর ম্যাচ ফিটনেস ফিরে পেতেও সময় লাগবে। সবমিলিয়ে তাই এক থেকে দুই মাসের ধাক্কা মনে করেন সিটি কোচ, 'তার আগে মাঠে ফিরতে হবে এবং শারীরিক সক্ষমতা পুনরায় অর্জন করতে হবে। সের্জিও অনেক লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। তার দ্রুত শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন হয়নি। তাই আমার মনে হচ্ছে আরও এক দুই মাস লেগে যেতে পারে।'
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলার কারণে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছিল সিটিকে। তাই প্রথম সপ্তাহে কোনো খেলা ছিল না তাদের। আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।
Comments