আবারো তাকসিম এ খানকে নিয়োগে আজ ঢাকা ওয়াসা বোর্ডের মিটিং
ব্যবস্থাপনা পরিচালক পদে পুনরায় প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগ দিতে বিশেষ বোর্ড সভা আহ্বান করেছে ঢাকা ওয়াসা।
ঢাকা ওয়াসা বোর্ডের সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা ১৭ সেপ্টেম্বর তারিখের এক নোটিশে আজ শনিবার বিকেল ৫টায় এই বিশেষ সভা আহ্বান করা হয়।
এতে সভার আলোচ্য সূচী হিসেবে বলা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রকৌশলী তাকসিম এ খান। এমনকি প্রশ্ন উঠেছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও।
গত ২০ জুন এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০০৯ সালে ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিতর্কিত নিয়োগের পর প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় টানা পাঁচ মেয়াদে ১১ বছর ধরে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রতিবারই তার নিয়োগ নবায়নের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আইন ও নিয়মের ব্যত্যয় হয়েছে।’
পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৯৬ অনুযায়ী, ঢাকা ওয়াসা বোর্ড নীতিমালা প্রণয়ন, ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক নিয়োগসহ নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
আগামী ১৪ অক্টোবর শেষ হচ্ছে প্রকৌশলী তাকসিম এ খানের ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকার মেয়াদ। পুনরায় তাকেই এই পদে নিয়োগের জন্য সুপারিশ করতে আজ বিকেলে ঢাকা ওয়াসা বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
Comments