এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণে ২৪ সেপ্টেম্বর বৈঠক
করোনা মহামারির কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে এবং কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
গতকাল শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসার ব্যবস্থাসহ বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে।
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। এ ছাড়া, স্কুলগুলোতে জেএসসি ও সমমানের পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা করা হবে।’
এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
Comments