দেশের ৩ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

ভোমরা স্থলবন্দর। ফাইল ছবি

পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর একটার দিকে ভারতের ঘোঝাডাঙ্গা স্থল বন্দর দিয়ে ১৪ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে, এ পেঁয়াজের শতকরা ৪০-৫০ ভাগ পচে নষ্ট হয়ে গেছে বলে ভোমরা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে ভোমরা বন্দরে ঘুরে দেখা গেছে, ভারত থেকে কোনো পণ্যবাহী ভর্তি ট্রাক বাংলাদেশে ঢুকছে না। তবে, দুপুর ১২টার দিকে কয়েকটি পাথর ভর্তি ট্রাক বাংলাদেশে ঢোকে। পরে দুপুর একটার দিকে এক সঙ্গে পেঁয়াজ ভর্তি ১৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

ট্রাক চালক ভারতের রমেশ পাড়ুয়াল জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে তারা ঘোঝাডাঙ্গায় পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে দাঁড়িয়ে ছিল। ৫-৬ দিন বন্দরে অপেক্ষা করায় প্রায় অর্ধেক পেঁয়াজ পচে গেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আজ দুপুর একটার দিকে ভারতের পাশে অপেক্ষায় থাকায় পেঁয়াজ বোঝাই ১৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আজ মোট ৩০ ট্রাক পেঁয়াজ প্রবেশ করবে বলে মনে হচ্ছে। তবে, এসব পেঁয়াজের শতকরা ৪০-৫০ ভাগ নষ্ট হয়ে গেছে। ভারতের ঘোঝাডাঙ্গা বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে পেয়াজ বোঝাই ৩০০ ট্রাক। প্রতি ট্রাকে প্রায় ২৫ মেট্রিক টন পেঁয়াজ আছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা মহদিপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজের গাড়ি আজ সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

সকাল সাড়ে ১১টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সোনামসজিদ স্থল বন্দরে পেঁয়াজ বোঝাই ৮টি ভারতীয় ট্রাক প্রবেশ করে।

সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান বলেন, ‘গত সোমবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়ায় সোনামসজিদ স্থল বন্দরের বিপরীতে মালদা মহদিপুরে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে। দুই দেশের ব্যবসায়ীরা আটকা পড়া পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশের বন্দরে প্রবেশের দাবি জানিয়ে আসছিল।  পরে অনুমতি দেওয়ায় আজ থেকে আটকে পড়া ট্রাকগুলো আসা শুরু করেছে। দুপুর আড়াইটা পর্যন্ত ৮টি পেঁয়াজ বোঝাই ট্রাক সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করেছে।

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দুপুর তিনটার পরে পেঁয়াজ বোঝাই তিনটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশিদ।

আজ মোট ১০টি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করতে পারে বলে জানান তিনি। এ ছাড়া, তিনি আরও জানান বাংলাদেশে প্রবেশ করা প্রতিটি ট্রাকে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আছে।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago