শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে চলছে ফেরি

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ৫টি ফেরি চলাচল করছে। ছবি: সাজ্জাদ হোসেন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ৫টি ফেরি চলাচল করছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৪টি ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি ফেরি চালু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে ১৪টি ফেরির মধ্যে পাঁচটি কে-টাইপ ও মিডিয়াম ফেরি চলছে। ফেরিগুলো হলো- কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর ও ক্যামেলিয়া। ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগছে। ১ ঘণ্টা ২০ মিনিটের মতো লাগছে পার হতে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুর নূর তুষার জানান, সকালে ২০টির মতো পণ্যবাহী যানবাহন ছিল পারের অপেক্ষায় যা ফেরি দিয়ে পার করা হয়েছে। এখন ফেরিগুলো গাড়ির অপেক্ষায় তিনটি ফেরিঘাটে অপেক্ষা করছে। সন্ধ্যার পর আর ফেরি চলাচল করবে না বলেও জানান তিনি।

শিমুলিয়াঘাটে পারের জন্য যেসব গাড়ি আসছে এসব সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। পারের জন্য কোন গাড়ি অপেক্ষায় নেই বলে জানান মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন।

নাব্যতা সংকটে গত ৩ সেপ্টেম্বর থেকে টানা আট দিন পুরোপুরি বন্ধ ছিল এই নৌরুটে ফেরি চলাচল। ১১ সেপ্টেম্বর থেকে কখনও বন্ধ কখনও একটা দুইটা ফেরি চলাচল করেছে এই নৌরুটে।

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

35m ago