নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফরিদ (৫৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩৩ জনে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত ফরিদের ৫০ শতাংস দগ্ধ হয়েছিল।
এর আগে আজ ভোর সাড়ে ৫টার দিকে আব্দুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. পার্থ শংকর পাল বলেন, ‘নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় তিতাসের গ্যাস-এর পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাইতুস সালাত জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা দগ্ধ হন। দগ্ধ মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিকসহ ৩৯ জন দগ্ধ হন। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে আজ বিকেল পর্যন্ত ৩৩ জন মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন:
Comments