ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি

দিনাজপুরে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদা খানমকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) করা হয়েছে।
Wahida Khanam
ইউএনও ওয়াহিদা খানম। ছবি: সংগৃহীত

দিনাজপুরে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদা খানমকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগ ইউএনও ওয়াহিদার বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনে রংপুরের পীরগঞ্জে ইউএনও হিসেবে কর্মরত তার স্বামী মো. মেজবাউল হোসেনকেও বদলির আদেশ দেওয়া হয়েছে। ইউএনও ওয়হিদার স্বামী মো. মেজবাউল হোসেনকে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসাভবনে তাকে ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিসাধীন আছেন।

আরও পড়ুন: 

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago