চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার
চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে 'সংবেদনশীল তথ্য' সরবরাহের অভিযোগে নয়াদিল্লির এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নয়াদিল্লি পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, ৬১ বছর বয়সী ওই সাংবাদিকের নাম রাজীব শর্মা। তাকে গত সপ্তাহে গ্রেপ্তার করার পর, তার বাসা থেকে ভারতের প্রতিরক্ষা বিভাগের কিছু গোপন নথি জব্দ করা হয়েছে।
'চীনা গোয়েন্দাদের তথ্য সরবরাহ' করার বিনিময়ে রাজিব শর্মাকে 'বিপুল পরিমাণ অর্থ' দেওয়ার অভিযোগে এক চীনা নারী ও তার নেপালি সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
তবে, এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত তিন জনের কিংবা তাদের আইনজীবীদের কাছেও রয়টার্স তাত্ক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।
দিল্লির পুলিশ কমিশনার সঞ্জীব কুমার যাদব বিবৃতিতে বলেন, 'জিজ্ঞাসাবাদে রাজীব শর্মা এসব গোপন ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তার চীনা নিয়োগদাতার কাছে সরবরাহ করার বিষয়ে তার সংশ্লিষ্টতা থাকার কথা জানিয়েছেন।'
হিমালয় সীমান্তে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলাকালে রাজিবকে গ্রেপ্তার করা হলো। জুন মাসে এক সংঘর্ষে ভারত তার ২০ সেনা নিহতের দাবি করে এবং এর পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে থাকে।
দিল্লি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রাজিব শর্মাকে গত কয়েক বছর ধরে ভারত-চীন সীমান্ত সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য বিষয়ে তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
জানুয়ারি ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে শর্মা তার এক নিয়োগদাতার কাছ থেকে ৩০ লাখ ভারতীয় রুপি পেয়েছে বলেও জানায় পুলিশ।
Comments