ধোনির আগে নামতে বলায় চমকে গিয়েছিলেন স্যাম কারান
জিততে ১৭ বলে দরকার ২৯ রান। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ফিনিশারের তখনো নামা বাকি। কিন্তু চতুর্থ ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা আউট হতে মহেন্দ্র সিং ধোনি নয়, সবাইকে চমকে ক্রিজে এলেন স্যাম কারান। ইংলিশ অলরাউন্ডার খেললেন ৬ বলে ১৮ রানের ইনিংস। ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে কারান বললেন, ধোনির পরিকল্পনায় তিনি নিজেই চমকে গিয়েছিলেন।
শনিবার রাতে আবু ধাবিতে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচে উইকেটের পেছনে দুই ক্যাচ ছাড়া ব্যাটে অবদান রাখতে হয়নি ধোনিকে। তবে ঠিকই দেখিয়েছেন অধিনায়কত্বের মুন্সিয়ানা।
প্রথাগত নিয়মে না হেঁটে প্রতিপক্ষকে ভড়কে গিয়ে আচমকা বদলেছেন ব্যাটিং অর্ডার। ম্যাচের নখ কামড়ানো সময় খেল দিয়েছেন ঘুরিয়ে।
বল হাতে ২৮ রানে ১ উইকেট আর ব্যাটিংয়ে প্রোমোশন পেয়ে ৬ বলে গুরুত্বপূর্ণ ১৮ রান করে এসে কারান লুকাননি বিস্ময়, ‘সত্যি কথা বলতে, জাদেজা আউট হওয়ার পর যখন এমএস ধোনির আগে আমাকে পাঠানো হলো, আমি চমকে গিয়েছিলাম। আমার কাছে তা ছিল বড় ধরনের বিস্ময়। অবশ্যই একটা পরিকল্পনা ছিল, সেটা কাজে দিয়েছে।’
কেন কারানকে উপরে পাঠানো, আইপিএলের ওয়েবসাইটে সেই কারণ ব্যাখ্যা করেছেন ধোনিও, ‘একটা সময় আমি ভাবলাম আমাদের জাদেজা ও স্যামের মতো একজনকে উপরে পাঠানো দরকার, যাতে তারা নিজেদের মেলে ধরতে পারে। ’
‘তাদের দুজন স্পিনারের ওভার বাকি ছিল। আমরা বোলারদের কিছুটা ঘাবড়ে দিতে চেয়েছি, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। আমরা জানতাম আমাদের ব্যাটিং অর্ডার লম্বা। যদি দুই একটা ছক্কা মেরে দেওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
টস জিতে মুম্বাইকে আগে ব্যাট করতে দিয়ে খুব বেশি বাড়তে দেয়নি চেন্নাই। কুইন্টেন ডি কক, সৌরভ তিওয়ারিরদের মাঝারি ইনিংসে তারা করতে পারে ১৬২ রান। জোড়া আঘাতে বাজে শুরুর পরও আম্বাতি রাইডু আর ফাফ দু প্লেসির ফিফটিতে কাজ সহজ হয়ে যায় চেন্নাইর।
Comments