সোনামসজিদ বন্দর দিয়ে আজ পেঁয়াজ আসেনি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ রোববার ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুরে আটকে পড়া আটটি পেঁয়াজের ট্রাক গতকাল শনিবার সোনামসজিদ বন্দরে আসলেও আজ কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি।
সোনামসজিদ স্থল বন্দরের আমদানিকারক বাবুল হাসনাত দুরুল জানান, সোনামসজিদ স্থল বন্দরের বিপরীতে মহদিপুর স্থলবন্দর কাস্টমসের কাছে পেঁয়াজ রপ্তানির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আজ কোন আদেশ আসেনি। সে কারণে আজ আটকে পড়া পেঁয়াজের গাড়ি সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করেনি।
Comments