পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক থেকে যারা সাশ্রয়ী দামে পেঁয়াজ কিনতে পারছেন না তাদের বাসায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।
Tipu Munshi
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক থেকে যারা সাশ্রয়ী দামে পেঁয়াজ কিনতে পারছেন না তাদের বাসায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

টিপু মুনশি জানান, টিসিবির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে। যারা ট্রাক সেল থেকে কিনতে পাচ্ছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্টগ্রামে অনলাইনে টিসিবির পেঁয়াজ বিক্রি হবে। শুরুতে পাঁচটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে তিন কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে।

অনলাইনে পেঁয়াজ কেনার ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ই-কমার্সের মাধ্যমে পেঁয়াজ বিক্রয়ের ধারনাটি নতুন, এ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকবো না, সমস্যার সমাধান করে এগিয়ে যাবো। পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেশি ও আমদানি করা পর্যাপ্ত পেঁয়াজ দেশে মজুত আছে। ভারত ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, এগুলো বাংলাদেশে প্রবেশ শুরু হয়েছে। আশা করা যায় আরও ১০ হাজার মেট্রিক টন রপ্তানির অনুমতি দেবে ভারত। মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে। এ ছাড়াও অনেক দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দেশে পেঁয়াজের কোনো সংকট হবে না।

Comments

The Daily Star  | English

Interim govt to sit for dialogue with political parties

According to government sources, Chief Adviser Prof Muhammad Yunus, along with other advisers, will take part in the dialogue from the government's side

11m ago