সোসিয়েদাদের মাঠে হোঁচট খেল রিয়াল
লকডাউনের পর অসাধারণ ছন্দে খেলে গত মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছিল রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটিতে হোঁচট খেয়েছিল তারা। নতুন মৌসুমেও সেখান থেকেই শুরু করল দলটি। রিয়াল সোসিয়েদাদের মাঠে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়েলে এরেনায় রোববার রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত দেড় যুগে এই প্রথম দল দুটির লড়াইয়ে কোনো গোল হলো না।
তবে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পেতে পারতো রিয়াল। কর্নার থেকে পাওয়া বলে দুই দফা দারুণ শট নিয়েছিলেন অধিনায়ক সের্জিও রামোস। তবে দুইবারই গোললাইন থেকে ফিরিয়ে দেন এক ডিফেন্ডার। তিন মিনিট পর ফেরল্যান্দ মেন্দির ক্রস থেকে দারুণ এক ভলি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে বেনজেমাও ফাঁকায় বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি।
৪৩তম মিনিটে দিনের সেরা সুযোগটা পেয়েছিল সোসিয়েদাদ। মিকেল ওয়ারজাবালের পাস থেকে গোলরক্ষককে একেবারে একা পেয়ে গিয়েছিলেন আলেকজান্দার ইসাক। কিন্তু তার শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তুয়া। ফিরতি বলে সতীর্থদের পা ঘুরে আবারো সুযোগ ছিল ইসাকের। কিন্তু এবার লক্ষ্যেই শট নিতে পারেননি তিনি।
বিরতির পর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো সোসিয়েদাদ। ওয়ারজাবালের বাড়ানো বলে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন আন্দের বারেনেটক্সিয়া। কিন্তু তার শট লক্ষ্যে না থাকলে সে যাত্রা বেঁচে যায় রিয়াল।
৫৬তম মিনিটে ড্যানি কার্বাহালের দূরপাল্লার শট ফিরিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। পরের মিনিটে আবারো ফাঁকায় বল পেয়েছিলেন ওয়ারজাবাল। কিন্তু এবারও বাইরে মারেন তিনি। ৬২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভালো শট নিয়েছিলেন করিম বেনজেমা। তবে ঝাঁপিয়ে পড়ে সে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রেমিরো। ছয় মিনিট পর টনি ক্রুসের নেওয়া কোণাকোণি শটও ঠেকিয়ে দেন এ গোলরক্ষক।
ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। অপর দিকে টানা দ্বিতীয় ম্যাচে ড্র মেনে মাঠ ছাড়ে সোসিয়েদাদ।
Comments