করোনা মহামারির মধ্যেই পুরো ছবির কাজ শেষ!

দেশে করোনা মহামারির শুরু মার্চ মাসে। মার্চেই সদরঘাট থেকে শুরু হয়েছিলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং। চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে শেরপুর ছবির গানের শুটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে সিনেমাটির কাজ। করোনা মহামারির মধ্যেই পরীমণি ও সিয়াম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং শেষ করেছেন।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির একটি দৃশ্যে পরীমনি। ছবি: সংগৃহীত

দেশে করোনা মহামারির শুরু মার্চ মাসে। মার্চেই সদরঘাট থেকে শুরু হয়েছিলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং। চলতি সেপ্টেম্বর  মাসের মাঝামাঝি সময়ে শেরপুর ছবির গানের শুটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে সিনেমাটির কাজ। করোনা মহামারির মধ্যেই পরীমণি ও সিয়াম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং শেষ করেছেন।

সরকারি অনুদান পাওয়া শিশুতোষ ছবিটির শুটিং হয়েছে ঢাকার সদরঘাট, নদীপথ, সুন্দরবন, শেরপুর ও বিএফডিসিতে।

পরীমণি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই ছবির “তুই কি আমায় ভালোবাসিস” গানটির শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ করেছি। পুরো ছবিতেই মেকআপ ছাড়া পরীমনিকে দেখতে পাবেন দর্শক। করোনা মহামারির মধ্যেই পুরো ছবির শুটিং শেষ হলো।’

সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সত্যি অনেক ভালো লাগছে। অবশেষে সুন্দরভাবে ছবিটির শুটিং শেষ করতে পেরেছি। আমার অনেক প্রিয় একটি চরিত্রে অভিনয় করেছি। প্রাপ্তির আনন্দটাও বেশি এখানে। ছবিতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শক ছবিটি গ্রহণ করলে ভালো লাগবে।’

আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago