যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পিআইবি পরিচালক ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ফ্লাইওভারের ঢালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত হয়েছেন।
Ilias Bhuiyan-1.jpg
মো. ইলিয়াস ভূইয়া। ছবি: পিআইবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ফ্লাইওভারের ঢালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ইলিয়াস। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস ভূইয়াকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি রমনা সার্কিট হাউসের তিন নম্বর বাসায় থাকতেন।

নিহতের ছোট ভাই ইয়াসির আরাফাত জানান, গতকাল ইলিয়াস ভূইয়া নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় কাজে যান। কাজ শেষ করে রাতে মোটরসাইকেলের চালক ইলিয়াসকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। কাজলা হানিফ ফ্লাইওভারে ওঠার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক ইলিয়াস ভূইয়াকে মৃত ঘোষণা করেন। চালক ইলিয়াস আহত অবস্থায় ঢামেকে ভর্তি আছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মোটরসাইকেলের চালক ইলিয়াস হাসপাতালে ভর্তি আছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago