গুলশানে স্পা ও পার্লার থেকে গ্রেপ্তার ২৮
রাজধানীর গুলশান এলাকার একটি স্পা এবং একটি পার্লার থেকে ‘অসামাজিক কার্যকলাপে’র অভিযোগে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান থানার পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অ্যাপল থাই স্পা এবং ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালানো হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা পতিতাবৃত্তি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপে জড়িত এবং তাদের হাতেনাতে ধরা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, ‘আমরা এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’
Comments