শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. সোহরাব হোসাইন। এর মধ্যে দিয়ে তিনি কমিশনের ১৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার বিকেল ৩ টায় প্রধান বিচারপতি, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর পিএসসি চেয়ারম্যান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী বইতে তিনি তার অনুভূতি লিপিবদ্ধ করেন। নতুন চেয়ারম্যান মঙ্গলবার থেকে পিএসসিতে বসবেন বলে জানান ইশরাত।
শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সোহরাব হোসাইন পিএসসির ১৩তম চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হলেন। ১৭ অক্টোবর ড. সাদিক চেয়ারম্যান হিসেবে বিদায় নেন।
গত ১৬ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সোহরাব হোসাইন-কে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মো. সোহরাব হোসাইনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Comments