ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসাদ মাতুব্বরের সাথে একই গ্রামের বাসিন্দা দেলোয়ার মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে গত রবিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে দুই পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আট জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হামিরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, এটি রাজনৈতিক বিরোধজনিত কোন ঘটনা নয়। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তুহীন হাওলাদার জানান, গত রবিবার ও আজ মূলত আধিপত্য বিস্তার নিয়েই সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থল থেকে দুই পক্ষের পাঁচ জনকে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আজ বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments