৬ মাস পর খুলল তাজমহল

ছয় মাস পরে আজ তাজমহলে প্রথম দর্শনার্থী প্রবেশ করে। ছবি: রয়টার্স

করোনা মহামারির কারণে ছয় মাস বন্ধ থাকার পরে আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহল। আজ সোমবার সূর্যোদয়ের সময় এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এদিন তাজমহলের প্রথম প্রবেশকারী ছিলেন একজন চীনা নাগরিক এবং দিল্লির এক দর্শনার্থী।

রয়টার্স জানায়, প্রতিদিন এখানে ৫ হাজার দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। করোনা পরিস্থিতি শুরুর আগে এই সংখ্যা ছিল ২০ হাজার। বর্তমানে টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে এবং প্রথম দিনে তিনশ’র কম টিকিট বিক্রি হয়েছে।

দর্শনার্থীদের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং অবশ্যই তাদের নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে।

সকালে তাজমহল দেখতে আসেন আদিত্য দীক্ষা। তিনি জানান, তিনি ও তার বন্ধুরা উত্তরে পাহাড় ভ্রমণে বের হয়েছেন এবং তারা ১২ ঘণ্টা পরে আগ্রায় এসে থামেন।

তিনি বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে এই প্রথমবার ঘুরতে বের হয়েছি। তাই অনেক ভালো লাগছে।’

তাজমহলসহ অন্যান্য স্মৃতিসৌধের তদারককারী প্রত্নতাত্ত্বিক জরিপ সুপারিন্টেনডেন্ট বসন্ত স্বর্ণকার বলেন, ‘আমরা কোভিড-১৯ এর সব ধরনের প্রোটোকল অনুসরণ করছি।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago