ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী মামলাটি করেছেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মামলার কথা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।
Comments