সমঝোতায় বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ!
দায়িত্ব নেওয়ার পরই নতুন কোচ রোনাল্ড কোমান জানিয়ে দিয়েছিলেন, তার পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ। এরপর কদিন সুয়ারেজের বার্সা ছেড়ে যাওয়া নিয়ে নানান কথা ছড়ালেও তা সুনির্দিষ্ট কোন পথে এগুচ্ছিল না। স্প্যানিশ গণমাধ্যম এবার খবর দিয়েছে, চুক্তির মেয়াদের শেষ বছরটা বাতিল করে ন্যু ক্যাম্প ছাড়ছেন এই উরুগুয়াইন স্ট্রাইকার। তা মেনে নেওয়ার বদলে মোটা অর্থপ্রাপ্তিও ঘটছে তার।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা আরএসিওয়ান রেডিওর বরাতে জানিয়েছে, এই সমঝোতা হয়ে যাওয়ার পর সুয়ারেজ এখন ফ্রি এজেন্ট। তবে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুয়ারেজের ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে কোন বক্তব্য আসেনি।
কোমানের পরিকল্পনায় না থাকার খবর ছড়িয়ে পড়ার পরই সুয়ারেজ জুভেন্টাসে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে ইতালিয়ান জায়ান্ট এই ব্যাপারে নেতিবাচক মতিগতি দেখানোয় মনে হচ্ছিল, আরও এক মৌসুম বার্সাতেই থাকছেন কাতালানদের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
মার্কা জানিয়েছে, সোমবার শেষবারের মতো ক্লাবের অনুশীলনে যাবেন সুয়ারেজ। বিদায় নেবেন প্রিয় বন্ধু লিওনেল মেসি ও বাকি সতীর্থদের কাছ থেকে।
বার্সেলোনা ছাড়লেও লা লিগাতেই দেখা যেতে পারে সুয়ারেসকে। আতলাটিকো মাদ্রিদের সঙ্গে নাকি তার কথা অনেকদূর এগিয়ে গেছে, এমনই খবর স্প্যানিশ গণমাধ্যমগুলোর।
Comments