টিকিট না পেয়ে রাজধানীতে অভিবাসী শ্রমিকদের বিক্ষোভ

সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে কয়েক হাজার অভিবাসী শ্রমিক আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার অভিবাসী শ্রমিক। ছবি: আমরান হোসেন

সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে কয়েক হাজার অভিবাসী শ্রমিক আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ হাজার বিক্ষোভরত অভিবাসী শ্রমিক রাস্তায় নেমে পরলে ব্যস্ত সোনারগাঁও মোড়ে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সমাধান করার আশ্বাস দেওয়ার পর তারা রাস্তা ছেড়ে দেন।

আসনের ঘাটতির কথা স্বীকার করে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের একজন শীর্ষ কর্মকর্তা জানান, অন্তত ৩০ হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঢাকা থেকে মাত্র দুটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিয়েছে আমাদের। বিপুল সংখ্যক এই যাত্রীর তুলনায় ফ্লাইটের অনুমোদিত সংখ্যা একেবারেই অপ্রতুল।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সিএএবির কাছে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করেছি, যাতে আরও বেশি বাংলাদেশি কর্মীদের আমরা নিয়ে যেতে পারি।’

সৌদি এয়ারলাইন্সের এই কর্মকর্তা জানান, সৌদি আরব যেতে অপেক্ষায় থাকা প্রায় ৩০ হাজার কর্মীর বেশিরভাগেরই ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে।

তিনি বলেন, ‘এই কারণেই বর্তমানে টিকিটের জন্য প্রচুর ভিড়। আমরা সমস্যাটি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের টিকিট দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।’

টিকিটের জন্য ভোলা থেকে এসেছেন জাহেদ হাসান। দ্য ডেইলি স্টারকে তিনি জানান, ২০ মার্চ তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় তিনি তা পারেননি।

তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ আমার ভিসা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গত দুদিন ধরে চেষ্টা করেও আমি সৌদি ফিরে যাওয়ার টিকিট পাইনি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমি সৌদি যেতে না পারলে চাকরি হারাব।’

সেখানে উপস্থিত আরও কয়েকজনের সঙ্গে কথা বলে একই উত্তর পায় দ্য ডেইলি স্টার।

টিকিট প্রত্যাশী বেশ কয়েকজন অভিযোগ করেছেন যে সৌদি এয়ারলাইন কর্তৃপক্ষ টিকিট পুনরায় ইস্যু করতে অতিরিক্ত ২৫ হাজার টাকা নিচ্ছে।

আব্দুস সালাম নামে এক প্রবাসী কর্মী বলেন, ‘আমার কাছে রিটার্ন টিকিট আছে। এখন কেন আমার টিকিট পুনরায় ইস্যু করার জন্য এত বড় অঙ্কের টাকা নেবে?’

অনেকে অভিযোগ করেছেন যে টিকিট বিক্রি হচ্ছে অতি উচ্চ মূল্যে। টিকিটের দাম ৯৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে জানান অনেকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানান, আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে ফ্লাইট চালু করার কথা রয়েছে বিমানের। এবং আগামীকাল বুধবার থেকে ঢাকা থেকে সৌদি এয়ারলাইনসের যাত্রা শুরু করার কথা রয়েছে।’

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago