করোনাভাইরাস ধ্বংসে জাপানের ইউভি বাতি
মানবদেহে ক্ষতি না করে করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম আল্ট্রাভায়োলেট (ইউভি) বাতি তৈরি করেছে বলে দাবি করেছে জাপানের একটি প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার জাকার্তা পোস্টের এক সংবাদে বলা হয়েছে, কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘কেয়ার ২২২’ নামের এই বাতি তৈরি করেছে বৈদ্যুতিক বাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উশিও।
প্রতিষ্ঠানটির দাবি, যেসব স্থানে বেশি মানুষ একত্রিত হন, যেমন- ওয়েটিং রুম, বিমানবন্দর, বাস, ট্রেন, উড়োজাহাজ, সেখানে এই বাতি করোনা ধ্বংস করতে সক্ষম হবে।
মেডিকেল এবং খাদ্য দ্রব্য জীবাণুমুক্ত করতে ইউভি রশ্মি কার্যকরভাবে কাজ করে। তবে এই রশ্মির প্রয়োগের কারণে মানবদেহে ক্যান্সার এবং চোখের ক্ষতি হতে পারে বলে অনেকে সন্দেহ পোষণ করছেন।
উশিওর দাবি, তাদের বাতিতে ২৫৪ ন্যানোমিটারের নিয়মিত ইউভি রশ্মির বদলে ২২২ ন্যানোমিটারের ইউভি রশ্মি ব্যবহার করা হয়েছে। এই রশ্মি মানবদেহে কোনো ক্ষতির কারণ হবে না।
তারা আরও দাবি করেছে যে, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল এই রশ্মিটি যে করোনাভাইরাস ধ্বংসে কার্যকর তার প্রমাণ পেয়েছে।
এক কেজি ২০০ গ্রাম ওজনের কেয়ার ২২২ বাতির দাম ধরা হয়েছে তিন লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা।
Comments