প্রতারণা করে পরীক্ষায় পাস করেছেন সুয়ারেজ!
জুভেন্টাসের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্তই ছিল। ক্লাবটিতে যোগ দিতে মরিয়া ছিলেন তিনি। ইতালিয়ান পাসপোর্ট পেতে তাই ভাষার পরীক্ষাও দেন। কিন্তু এ পরীক্ষা দিতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে ধারণা করছে ইতালিয়ান পুলিশ। তাই তারা বিষয়টির তদন্তে নেমেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে প্রায় সব ইতালিয়ান সংবাদমাধ্যমে।
তবে শেষ পর্যন্ত না ঝামেলায় জুভেন্টাসের আর যোগ দেওয়া হয়নি সুয়ারেজের। পাসপোর্ট পেতে ও বার্সার সঙ্গে চুক্তি বাতিল করতে দেরি হয়ে যাওয়ায় মন বদলে ফেলেন কোচ আন্দ্রে পিরলো। অ্যাতলেতিকো মাদ্রিদের আলভারো মোরাতা ও এএস রোমার এডেন জেকোতে নজর দেন তিনি। কিন্তু ঝামেলায় ঠিকই জড়িয়ে যাচ্ছেন সুয়ারেজ।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লোর সংবাদ অনুযায়ী, সুয়ারেজের দেওয়া সে পরীক্ষার কাগজ পত্র খতিয়ে দেখছে পুলিশ। তাদের ধারণা গত ১৭ সেপ্টেম্বর হওয়া সে পরীক্ষার বিষয় বস্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সুয়ারেজকে। তিনি শুধু কেবল তা মুখস্থ করে নেন। সে কারণে ইতালিয়ান ভাষার সীমিত জ্ঞান নিয়েও পরীক্ষায় উতরে যান এ উরুগুইয়ান। আর এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং খুঁজে পেয়েছে পুলিশ।
সে অডিওতে একজন বলতে শোনা যায়, 'সে ১০ মিলিয়ন ইউরো আয় করবে, তাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে।'
উত্তরে অন্যজন বলেন, 'সে যদি ক্রিয়া সংহত না করতে পারে এবং শুধু অসীম কথা বলে যায়?'
আর কথার উত্তরে প্রথম জন বলেন, 'আমাকে বলেন কতো স্কোর দিতে হবে এবং এটা তৈরি থাকবে।'
'যদি সে পাশ না করে তাহলে আমরা শেষ হয়ে যাব' - অন্যজন বলেন।
উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলেন, 'আমরা তাকে ভালোভাবে প্রস্তুত করব। এবং সে ওই বিষয়গুলি ভালোভাবে মুখস্থ করে নেবে।'
আর এ অডিওর উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে ইতালিয়ান পুলিশ। ধারণা করা হচ্ছে ফায়দা লুটতে নির্দিষ্ট কিছু মানুষ এ কাজ করেছেন। তবে সুয়ারেজ সরাসরি জড়িত কি-না তা খোলাসা করে জানায়নি ইতালিয়ান পুলিশ।
উল্লেখ্য, বার্সেলোনায় যোগ দেওয়ার পর লুইস সুয়ারেজকে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথা বলেছিলেন নতুন কোচ রোনাল্ড কোমান। তখন থেকেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের নাম ছিল সবার আগে।
Comments