মুশফিকের লেগ স্পিনে তাসকিনদের ‘ব্যাটিং ঝালাই’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখে গেছে এমন বিপরীত দৃশ্য
Mushfiqur Rahim
মুশফিকুর রহিম যখন লেগ স্পিনার। ছবি: বিসিবি

বাংলাদেশ দলের স্কিল অনুশীলনে আগের দুদিন ছিল বিশেষজ্ঞ ব্যাটসম্যান বনাম বিশেষজ্ঞ বোলারদের। তৃতীয় দিনে এসে ব্যাটিং ঝালাই করেছেন টেল এন্ডাররা। নিয়মিত বোলারদের পাশাপাশি তাদের বল করেছেন মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, ইমরুল কায়েসর।

Shadman Islam
অফ স্পিন করতে জানেন সাদমান। ছবি: বিসিবি

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখে গেছে এমন বিপরীত দৃশ্য। কিপার ব্যাটসম্যান হিসেবে খেলায় কোন পর্যায়ের ক্রিকেটেই বল করেন না মুশফিক। তবে তিনি যে বোলিংটাও টুকটাক পারেন তা জানিয়েছেন একাধিকবার। এমনকি বিকেএসপিতে শুরুতে পেস বোলিংও করতেন তিনি।

Taskin Ahmed
মুশফিকের বলে তাসকিনের শট। ছবি: বিসিবি

এদিন তাসকিনদের পেয়ে লেগ স্পিন করেছেন তিনি। টেল এন্ডারদের বিপক্ষে অফ স্পিন করতে দেখা গেছে তিন টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম, ইমরুল কায়েস আর তামিম ইকবালকেও।

তোমকে কি বোলার হিসেবেও পেতে পারি? মুশফিককে কী এ কথাই বলছেন কোচ রাসেল ডমিঙ্গো? ছবি: বিসিবি

দিনশেষে তাসকিন জানান, এসব বোলারদের বিপক্ষে বেশ উপভোগ্য ছিল তাদের সেশন, ‘আজকে আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল নেটে। বেশ উপভোগ করেছি। যদিও বোলাররা ও থ্রোয়াররা বেশ কঠিন সময় দিচ্ছিল। তবে এই চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে। কারণ ওপরের ব্যাটসম্যানদের সহায়তা করতে হলে টেল-এন্ডারদের উন্নতি করতেই হবে। আমরাও চেষ্টা করছি। আগের চেয়ে উন্নতি হচ্ছে। আশা করছি, সামনে আরও ভালো করবে আমাদের টেল-এন্ডাররা।’

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago