চট্টগ্রামে ইস্পাত কারখানার ৭ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকায় একটি ইস্পাত কারখানায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ শ্রমিকরা হলেন-শাহিন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহিদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০), আমির হোসেন (২৭), রাবিন্দ্র (২৪) এবং কে ওয়াল সিং সোহান (৪৬)।
চমেক পুলিশ ফাঁড়ি এএসআই আলাউদ্দিন তালুকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইস্পাত কারখানায় ফার্নেস ওয়াল সিটকা কাজ করার সময় কর্মচারীদের শরীরের বিভিন্ন অংশে লাগলে তারা দগ্ধ হন।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ড. রফিক উদ্দিন আহমেদ বলেন, 'প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে টিপুকে ছেড়ে দেওয়া হয়েছে।'
আহত বাকি শ্রমিকদের শরীরের সাত থেকে ১১ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
Comments