সৌদি এয়ারলাইনস যে কয়টি ফ্লাইট চাইবে, অনুমোদন দেওয়া হবে: বেবিচক চেয়ারম্যান
প্রবাসীদের ফিরে যাওয়ার সুবিধার্থে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস যে কয়টি ফ্লাইট চাইবে, তার অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
আজ মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মফিদুর রহমান বলেন, ‘দুই সপ্তাহ আগে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস আমাদের কাছে অনুমোদন চায়, আমরা অনুমতি দিয়েছি। যদিও আমাদের বাংলাদেশি এয়ারলাইনসও সেদেশে যেতে পারবে, এই শর্তে আমরা অনুমোদন দিয়েছি।’
‘আমরা জানতে পারলাম, বাংলাদেশ বিমানকে চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্যিক ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়নি’, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানও সৌদিতে যেন ফ্লাইট শুরু করতে পারে, সেই চেষ্টা করছি।’
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে মফিদুর রহমান বলেন, ‘সৌদি এয়ারলাইনস জানিয়েছে যে, তারা ট্রাভেল এজেন্সিগুলোকে ব্লক করেনি। আমাদের দেশি কিছু এজেন্সি টিকিট ব্লক করে ভাড়া বাড়িয়ে দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করার চেষ্টা করব।’
Comments