আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬০ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
USA-1.jpg
ছবি: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬০ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এটি অন্য যেকোনো দেশের চেয়ে বেশি বলে জানিয়েছে বিবিসি।

নর্থডাকোটা ও উটাহসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার মধ্য দিয়ে দুই লাখের এই মাইলফলক অতিক্রম করল যুক্তরাষ্ট্র।

গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, ভাইরাসে মৃতের সংখ্যা এক থেকে দুই লাখের মধ্যে রাখতে পারলেই ‘খুব ভালো কাজ’ হবে।

তার আগের মাসে যখন দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫ জন ছিল, তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, কয়েক দিনের মধ্যে এই সংখ্যাটি ‘শূন্যে’ নেমে আসবে।

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত জানুয়ারি মাসে। আজকের দিন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ পাঁচ জন হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

গত বছরের শেষ দিকে চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের তথ্য সংগ্রহ করে আসছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago