শ্রীলঙ্কা সফর হলেও দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানোর চিন্তা
শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে দেশে শিগগিরই ঘরোয়া ক্রিকেট ফেরানোর কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে সফরটি হলেও একই সময়ে ঘরোয়া ক্রিকেট ফেরানোর চিন্তা করছে বিসিবি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসে ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে আশাবাদি খবর দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ দুই রাউন্ডের পরই স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। স্থগিত হয়ে যাওয়ায় এই লিগ চলতি বছর ফের চালু করা কঠিন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি।
প্রিমিয়ার লিগ চালু না করলেও অন্য যেকোনোভাবে দেশের ক্রিকেট ফেরাতে চায় বিসিবি।
নিজামউদ্দিন জানান, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট দুটোই ফেরানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা, ‘আমাদের কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা আছে দুটোই পাশাপাশি এগিয়ে নিতে। আমরা এই সফরটাও যদি করি, তারপরও ঘরোয়া ক্রিকেট শুরুর একটা পরিকল্পনা আছে।’
একটি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফর হলে জাতীয় লিগ বা বিসিএল দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ফেরানো হতে পারে। আর শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে পরিকল্পনায় আসবে কিছুটা বদল। তখন দেশের শীর্ষ ক্রিকেটারদের তিন, চারটি দলে ভাগ করে আয়োজন করা হতে পারে একটি টুর্নামেন্ট।
Comments