পাটকল শ্রমিক-আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে খুলনার দিঘলিয়ায় ১৪৪ ধারা

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে একই জায়গায় দুটি সংগঠন সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পাটকল শ্রমিকদের পূর্বনির্ধারিত কর্মসূচির জায়গায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে একই জায়গায় দুটি সংগঠন সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পাটকল শ্রমিকদের পূর্বনির্ধারিত কর্মসূচির জায়গায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, একই জায়গায় একই সময়ে দুটি সমাবেশ থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সভা, বিক্ষোভ, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। যা আজ রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

উপজেলার সেনহাটির শিববাড়ি মাঠে আজ বিকেল ৪টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশ করার কথা ছিল।

জানা যায়, বন্ধ করে দেওয়া পাটকল অবিলম্বে চালু করা, দুর্নীতি-ভুলনীতি ও লুটপাট বন্ধ, শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধসহ ১৪ দফা দাবিতে পাটকল শ্রমিকদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। পরে সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা ডেইলি স্টারকে বলেন, আমাদের সমাবেশ পূর্বনির্ধারিত এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। এই সমাবেশ বানচাল করার জন্য কিছু লোক একই জায়গায় কর্মসূচি দিয়েছে।

'প্রশাসনের উচিত ছিল আমাদের শান্তিপূর্ণ সমাবেশ যেন সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করা কিন্তু তারা ১৪৪ ধারা জারি করল।'

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments