নদী খাদক!
রাজধানীর প্রাণ বুড়িগঙ্গা নিয়ে কত রোমাঞ্চ, গল্প-কাহিনি! বাংলাদেশের আর দশটি নদীর মতো বুড়িগঙ্গাও খেয়ে ফেলছে নদী খাদকেরা। এই খাদকদের শক্তির উৎস রাজনীতি। গাবতলী থেকে আদাবরের সংযুক্ত সড়ক দখলে নিয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী নদী খাদক বালু ব্যবসায়ীরা। এমনকি পানি উন্নয়ন বোর্ডের জন্য সংরক্ষিত জায়গাটিও তারা ছাড়েনি। নদী তীর সংলগ্ন স্থানগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। বহুবার বহু কথা, কিঞ্চিৎ চেষ্টা দৃশ্যমান হয়। খাদকদের ক্ষুধা মেটে না, বুড়িগঙ্গা রক্ষা পায় না!
স্টার অনলাইন রিপোর্ট
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৩৭ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ন
রাজধানীর প্রাণ বুড়িগঙ্গা নিয়ে কত রোমাঞ্চ, গল্প-কাহিনি! বাংলাদেশের আর দশটি নদীর মতো বুড়িগঙ্গাও খেয়ে ফেলছে নদী খাদকেরা। এই খাদকদের শক্তির উৎস রাজনীতি। গাবতলী থেকে আদাবরের সংযুক্ত সড়ক দখলে নিয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী নদী খাদক বালু ব্যবসায়ীরা। এমনকি পানি উন্নয়ন বোর্ডের জন্য সংরক্ষিত জায়গাটিও তারা ছাড়েনি। নদী তীর সংলগ্ন স্থানগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। বহুবার বহু কথা, কিঞ্চিৎ চেষ্টা দৃশ্যমান হয়। খাদকদের ক্ষুধা মেটে না, বুড়িগঙ্গা রক্ষা পায় না!
ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন।
Comments