বার্সা ছেড়ে অ্যাতলেতিকোতে সুয়ারেজ
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন লুইস সুয়ারেজ। ন্যু ক্যাম্পে ব্রাত্য হয়ে পড়া এই অভিজ্ঞ উরুগুয়াইন স্ট্রাইকার যোগ দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদে।
বুধবার সুয়ারেজের দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্লাব দুটির পক্ষ থেকে। এক বিবৃতিতে বার্সা বলেছে, ৩৩ বছর বয়সী এই তারকার জন্য তাদেরকে বিভিন্ন শর্ত সাপেক্ষে ছয় মিলিয়ন ইউরো পরিশোধ করবে অ্যাতলেতিকো।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কাতালান ক্লাবটিতে প্রতি বছর ৩০ মিলিয়ন ইউরো বেতন পেতেন সুয়ারেজ। তবে অ্যাতলেতিকোতে পাবেন তার অর্ধেক।
বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। কিন্তু নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় না থাকায় একরকম বাধ্য হয়ে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে।
Agreement with FC Barcelona over the transfer of @LuisSuarez9.
https://t.co/TKCcXFRsoE pic.twitter.com/pgJSChYN8F
— Atlético de Madrid (@atletienglish) September 23, 2020
নতুন ঠিকানা হিসেবে সুয়ারেজের প্রথম পছন্দ ছিল জুভেন্টাস। তবে অনেক চেষ্টা করেও অবশ্য ইতালিয়ান সিরি আর শিরোপাধারীদের দলে যোগ দিতে পারেননি তিনি। নিয়মের গ্যাঁড়াকলে পড়ায় ইতালিয়ান পাসপোর্ট নিয়ে তুরিনের ক্লাবটিতে যেতে হতো তাকে। সেজন্য ভাষার পরীক্ষা দিয়ে তিনি উতরেও যান। কিন্তু পরবর্তীতে অভিযোগ উঠেছে, প্রশ্নে কী কী থাকবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সুয়ারেজকে। অর্থাৎ জালিয়াতি করে পাশ করেছেন তিনি।
এমন জটিলতার মাঝে সুয়ারেজকে বিপাক থেকে উদ্ধার করতে এগিয়ে আসে অ্যাতলেতিকো। কিন্তু বেঁকে বসেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবে সুয়ারেজকে যেতে দিতে শুরুতে অসম্মতি জানিয়েছিলেন তিনি। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকারের প্রতিনিধিদের সঙ্গে আলাপের পর নরম হয় তার সুর।
২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সায় নাম লেখান সুয়ারেজ। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। দলটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড তার দখলে। একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ বার্সার জার্সিতে মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি।
সুয়ারেজের অবদানের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে বার্সা। বৃহস্পতিবার তিনি বিদায়ী সংবাদ সম্মেলন করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা।
Comments