দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে ফেলেছে উ. কোরিয়া

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এক নিখোঁজ কর্মকর্তাকে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ করেছে সিউল।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এক নিখোঁজ কর্মকর্তাকে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ করেছে সিউল।

আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর তার মৃতদেহে তেল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, এই সপ্তাহে নিখোঁজ হওয়া দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তাকে উত্তর কোরিয়ার জলসীমায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্তে কঠোর নজরদারির যে নির্দেশনা দিয়েছে, তার কারণেই দেশটির সৈন্যরা দক্ষিণের ৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আন ইয়ং-হো বলেন, ‘আমাদের সেনাবাহিনী এ ধরনের বর্বরতার কড়া নিন্দা জানাচ্ছে। উত্তর কোরিয়ার কাছে এ ঘটনার ব্যাখ্যা চাইছি ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কমান্ডার জানান, করোনাভাইরাস ঠেকাতে উত্তর কোরিয়া তার সৈন্যদের সীমান্তে ‘শুট টু কিলের’ নির্দেশ দিয়েছে।

তিন বছর আগে দেশত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া একজন জুলাইয়ে ফের সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের পর থেকেই দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজেদের ‘করোনাভাইরাস মুক্ত’ দেশ দাবি করা উত্তর কোরিয়া সেসময় সীমান্তবর্তী একটি শহর অবরুদ্ধ করে কয়েক হাজার বাসিন্দাকে কোয়ারেন্টিনেও পাঠিয়েছিল।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago