ধরলার ভাঙন, মসজিদ-মাদরাসা রক্ষার চেষ্টায় গ্রামবাসী

Mogolhat_24Sep20.jpg
লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ছবি: স্টার

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্বীপচর ফলিমারী এলাকায় ধরলার তীরবর্তী একটি মসজিদ ও মাদরাসা রক্ষায় গ্রামবাসী নিজেরাই কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দ্বীপচর গ্রামে তিন শতাধিক পরিবার বসবাস করেন। নিজেদের অর্থে এই মসজিদ ও মাদরাসা নির্মাণ করা হয়েছে। ভাঙন ঠেকাতে আমরা গত তিন দিন ধরে কাজ করছি। নিজেরা চাঁদা তুলে বাঁশের পাইলিং করছি এবং বালুর বস্তা ফেলছি।’

গ্রামের আরেক বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘দ্বীপচরের সবাই গরিব। যে যেমন পেরেছেন ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন। সেই টাকায় দেড় শ বাঁশ ও ৫০০ বস্তা কেনা হয়েছে।’

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছা শ্রম দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পনি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছি। তবে তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’

Comments

The Daily Star  | English

Magura child rape case trial begins; four indicted

The court has set April 27 for the next date of hearing in the case

11m ago