‘হৃদয়ভাঙ্গা’ খবরে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

জোন্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় হাহাকার। জোন্সের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে অনেকবার ধারাভাষ্য দেওয়া হার্শা ভোগলকে টুইটারে লিখেছেন, ‘না ডিনো না, আমি বাকরূদ্ধ , স্তব্ধ। আমি এই খবর গ্রহণ করতে পারছি না।’
Dean Jones
ফাইল ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বয়স ৫৯, শরীর বেশ শক্ত সমর্থই। দিব্যি কাজের মধ্যেই ছিলেন ডিন জোন্স। মুম্বাইতে সেই কাজের মধ্য থেকেই ডুব দিলেন চিরতরে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকারের পৃথিবী থেকে চলে যাওয়া যেন অবিশ্বাস্য ঠেকছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রমিজ রাজা, স্টিভ স্মিথ বা কুমার সাঙ্গাকারাদের কাছে। জোন্সের জন্য তাই শোক বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলের কক্ষে একাকী অবস্থায় হার্ট অ্যাটাক হয় জোন্সের। এরপর আর চিকিৎসার জন্য সময় দেননি তিনি।

জোন্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় হাহাকার। জোন্সের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে অনেকবার ধারাভাষ্য দেওয়া হার্শা ভোগলকে টুইটারে লিখেছেন, ‘না ডিনো না, আমি বাকরূদ্ধ , স্তব্ধ। আমি এই খবর গ্রহণ করতে পারছি না।’

কিংস ইলিভেন পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে দুবাইতে থাকা অনিল কুম্বলকে তাড়া করছে এক সপ্তাহ আগের স্মৃতি, ‘প্রচণ্ড ধাক্কা দেওয়ার মতো খবর। এই বছরটা আরও খারাপ হয়ে গেল। গত সপ্তাহেও ডিনোর সঙ্গে মজা করছিলাম। ভয়াবহ। ওর পরিবারের প্রতি সমবেদনা।’

অস্ট্রেলিয়ায় প্রথমবার সফরে জোন্সকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার স্মৃতি মনে করে শোক জানিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ‘একদমই হৃদয়ভাঙ্গা খবর। দারুণ মনের মানুষ ছিলেন। আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে তার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে। তার আত্মা শান্তি পাক। তার ভালোবাসার মানুষদের প্রতি সমবেদনা।’

ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিরও হজম হচ্ছে না এই খবর, ‘ডিন জোন্সের মৃত্যুর খবরে স্তব্ধ। তার পরিবারের মানুষরা শক্তি আর সাহস যেন পান, এই প্রার্থনা করছি।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা হোটেল কক্ষে এভাবে চলে যাওয়া নিয়েই দিয়েছেন আবেগঘন বার্তা,  ‘ডিন জোন্সের চলে যাওয়ায় আমি পুরোপুরি শোকাহত। ডিনো, কতটা একাকী আর অসহায় বোধ করেছ তুমি হোটেল রুমে মৃত্যুর সময়টায়। যেটা নিয়ে আমরা ধারাভাষ্যকাররা প্রায়ই ভয় পাই। শান্তিতে ঘুমাও আমার বন্ধু।’

কুমার সাঙ্গাকারার তো খবরটা বিশ্বাসই হচ্ছে না। তার স্বদেশী স্টিভেন স্মিথের মনে হচ্ছে খবরটা প্রচণ্ড পীড়াদায়ক। আইপিএল খেলতে থাকা ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদেরও একইও অবস্থা। জোন্স নেই, এই কথাটা সবার কাছেই অবিশ্বাস্য।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago