৮-২ গোলে হারের প্রতিশোধ নিতে চায় বার্সা: পিয়ানিচ

গোটা মৌসুমে কোনো শিরোপা জোটেনি। তার উপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। তবে কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচের কাছে সেটা নিছকই একটা দুর্ঘটনা। বিব্রতকর ওই হারের বদলা এই মৌসুমে তারা নিতে চান বলেও উল্লেখ করেছেন বসনিয়া-হার্জেগোভিনার এই মিডফিল্ডার।
Sports_25Sep20.jpg
ছবি: টুইটার

গোটা মৌসুমে কোনো শিরোপা জোটেনি। তার উপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। তবে কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচের কাছে সেটা নিছকই একটা দুর্ঘটনা। বিব্রতকর ওই হারের বদলা এই মৌসুমে তারা নিতে চান বলেও উল্লেখ করেছেন বসনিয়া-হার্জেগোভিনার এই মিডফিল্ডার।

শুক্রবার স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে পিয়ানিচ বলেছেন, ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন তারা, ‘এই দলটা লিসবনে যা ঘটেছিল তার প্রতিশোধ নিতে চায় এবং দেখাতে চায় যে, ওটা ছিল একটা দুর্ঘটনা।’

‘এই খেলোয়াড়রা ইতোমধ্যে ফুটবল বিশ্বের সম্মান অর্জন করেছে এবং কারও কাছে তাদের কিছু প্রমাণ করার আছে বলে আমার মনে হয় না। কিন্তু ফুটবলে দুর্ঘটনা ঘটে এবং আমি মনে করি না বার্সায় এমন কোনো খেলোয়াড় আছে যে দেখাতে চায় না যে ওই ৮-২ ব্যবধানে হারটা একটি দুর্ঘটনা ছিল।’

‘আমার কোনো সন্দেহ নেই। আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা এক আউন্স পরিমাণ আত্মবিশ্বাসও হারায়নি। গত বছরটা কারও জন্য সহজ ছিল না, কিন্তু আমি নিশ্চিত যে, এই বছরে আমাদের ভালো একটি মৌসুম কাটবে, কারণ আমাদের ভালো ভালো খেলোয়াড় রয়েছে।’

গত মৌসুমটা বার্সেলোনার জন্য কেটেছে দুঃস্বপ্নের মতো। একটিও শিরোপাও তারা ঘরে তুলতে পারেনি। তাছাড়া, বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন স্প্যানিশ ক্লাবটির অধিনায়ক ও প্রাণভোমরা লিওনেল মেসি। রিলিজ ক্লজের গ্যাঁড়াকলে পড়ে তিনি শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থেকে গেছেন। তবে নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় অন্তর্ভুক্ত না থাকায় পরিচিত কয়েকটি মুখকে আর দেখা যাবে না বার্সার জার্সিতে।

ইভান রাকিতিচ যোগ দিয়েছেন সেভিয়াতে। আর্তুরো ভিদালের নতুন ঠিকানা হয়েছে ইন্টার মিলান। আর অনেক নাটকীয়তার পর অ্যাতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন বার্সার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ।

পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনাকে নিয়ে আশাবাদী পিয়ানিচের মন্তব্য, ‘আমাদের লক্ষ্য হলো ধাপে ধাপে অগ্রসর হওয়া। শুরুটা হবে লিগ দিয়ে, যা মোটেও সহজ হবে না। আর পাঁচ অথবা ছয়টি দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দাবিদার।’

‘এখনকার ফুটবলে কোনো কিছুই সহজ নয়। আমরা জানি যে, বার্সা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। নতুনদের হয়তো তাল মেলাতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা সফল হবো।’

উল্লেখ্য, গত মৌসুমের ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় বেশি সময় ধরে টিকে থাকায় বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে বার্সাকে। লা লিগার নতুন মৌসুমে তাদের প্রথম ম্যাচ আগামী রবিবার। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মেসি-পিয়ানিচদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago