করোনায় ভারতের জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী বালাসুব্রহ্মণ্যমের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। গত দেড় মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি থাকার পর আজ শুক্রবার মারা গেলেন ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বালাসুব্রহ্মণ্যমকে। তার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। ১৪ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।
জাতীয় পুরস্কার জয়ী এই সংগীতশিল্পী দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডের ছবিতে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। সালমান খানের কণ্ঠ হিসেবেই বলিউডে পরিচিতি তার। নব্বইয়ের দশকে সালমানের ‘মেয়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন’র মতো ছবিতে গান গেয়েছেন তিনি। সর্বশেষ এসপি বালাসুব্রহ্মণ্যম করোনাভাইরাস নিয়েও একটি গান রচনা করেছিলেন।
Comments