১২ লাখ রুপি জরিমানা করা হলো কোহলিকে

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।
ছবি: টুইটার

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।

শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের তারকা ব্যাটসম্যানকে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে।

‘ন্যূনতম ওভার রেট সম্পর্কে আইপিএলের যে আচরণবিধি রয়েছে, তার আওতায় এটি চলতি মৌসুমে তার দলের প্রথম অপরাধ ছিল, তাই কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

আগের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে কোহলির দল। ফিল্ডিংয়ের সময় লোকেশ রাহুলের দুটি ক্যাচ ফেলে দেওয়া ও ব্যাট হাতে মাত্র ১ রান করার পর শাস্তিও পেতে হচ্ছে তাকে।

টস জিতে বোলিং বেছে নেওয়া কোহলি চার পেসারসহ ছয় বোলার ব্যবহার করেন। আর মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাবের ইনিংসটি এক ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ হয়।

রাহুলের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৩২ রানের আগ্রাসী ইনিংসের কল্যাণে ৩ উইকেটে ২০৬ রান জমা করে পাঞ্জাব। বড় লক্ষ্য তাড়ার চাপ সামলাতে না পেরে তিন ওভার বাকি থাকতে বেঙ্গালুরু অলআউট হয় মাত্র ১০৯ রানে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago