তিস্তা নিয়ে কাজ করতে আগ্রহী চীন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
Jahid Farooq-1.jpg
কুড়িগ্রাম সদর উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। ছবি: সংগৃহীত

তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী শাসনের জন্য ২১টি প্রকল্প নিয়ে দাতা দেশগুলোকে উন্মুক্ত প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে তিস্তা নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।’

আজ কুড়িগ্রাম সদর উপজেলার মোগলাবাসার এলাকার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ভাঙ্গন কবলিত এলাকায় এক হাজার ৩৭৬ কোটি টাকার মোট তিনটি প্রকল্পের কাজ চলমান আছে। ৭১৪ কোটি ও ৩৮৩ কোটি টাকার আরও দুটি প্রকল্পের প্রস্তাব আছে। এগুলো বাস্তবায়িত করে নদীশাসন সফল হলে ভাঙ্গন থেকে এলাকাবাসী রক্ষা পাবে।

এসময় স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-২), অধ্যাপক এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মো. আসলাম হোসেন সওদাগর (কুড়িগ্রাম- ১), অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হক, জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago