করোনাভাইরাস

মৃত্যু ৯ লাখ ৮৭ হাজার, আক্রান্ত ৩ কোটি সাড়ে ২৪ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ ৮৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি সাড়ে ২৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি সাড়ে ২৩ লাখের বেশি মানুষ।
রোমের একটি বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য সুরক্ষা পোশাক পরে নমুনা সংগ্রহ করছেন এক স্বাস্থ্যকর্মী। ২৩ সেপ্টেম্বর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ ৮৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি সাড়ে ২৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি সাড়ে ২৩ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন নয় লাখ ৮৭ হাজার ৭৫৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬২০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৩২ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন দুই লাখ তিন হাজার ৭৪৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৭ লাখ ২৭ হাজার ৩৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৮৯ হাজার ৬১৩ জন, মারা গেছেন এক লাখ ৪০ হাজার ৫৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৪১ লাখ ২৮ হাজার ৪৯০ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৫৭০ জন, মারা গেছেন ৯২ হাজার ২৯০ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৫৬ হাজার ১৬৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৫ হাজার ৮৪৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাত লাখ ২০ হাজার ৮৫৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় লাখ নয় হাজার ৪১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিলিতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৮৮ জন, মারা গেছেন ১৯ হাজার ৯৭৩ জন এবং সুস্থ হয়েছেন নয় লাখ ৩০ হাজার ৯৫৫ জন। কলম্বিয়াতে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৯৮ হাজার ৩১৭ জন, মারা গেছেন ২৫ হাজার ১০৩ জন এবং সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৭ হাজার ৪৭৭ জন।

পেরুতে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৯৪ হাজার ৫৮৪ জন, মারা গেছেন ৩২ হাজার ৩৭ জন এবং সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৬ হাজার ৪৮৯ জন। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৮ হাজার ৫২৯ জন, মারা গেছেন ১৬ হাজার ৩১২ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৯ হাজার ১৪৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৩ হাজার ৮৬৮ জন, মারা গেছেন ১২ হাজার ৫২৭ জন এবং সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৫৮০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৮৮২ জন, মারা গেছেন ২৫ হাজার ২২২ জন এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৮৪২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ৪৫৫ জন, মারা গেছেন সাত হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৭৩ হাজার ২৮২ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার লাখ ২৫ হাজার ৭৬৭ জন, মারা গেছেন ৪২ হাজার ২৫ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩০৩ জন। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লাখ ১৬ হাজার ৪৮১ জন, মারা গেছেন ৩১ হাজার ২৩২ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪২১ জন, মারা গেছেন ৩১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৯০৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ছয় হাজার ২৩৫ জন, মারা গেছেন ৩৫ হাজার ৮০১ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ২২ হাজার ৭১৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৩ হাজার ৭১২ জন, মারা গেছেন নয় হাজার ৪৫১ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ১৬৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৪১ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৪৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন পাঁচ হাজার ৯৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ২৪ জন।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

1h ago