সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন একজন ভারতীয়
ব্যবসা করতে এসে দীর্ঘ সময় ভারতে শাসন ও শোষণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই কোম্পানিটিই সময়ের বিবর্তনে এখন একজন ভারতীয়র মালিকানাধীন।
গতকাল শুক্রবার ডাব্লিউআইও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় উদ্যোক্তা সঞ্জিব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক।
ভারত থেকে ইউরোপে মশলা, চা এবং অন্যান্য দ্রব্য আমদানি করার জন্য ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের কারণে তা ভেঙে দেওয়া হয়।
২০০৩ সালে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা পুনরায় এটিকে চালু করার উদ্যোগ নেন।
ভারতীয় উদ্যোক্তা সঞ্জিব মেহতা ২০০৫ সালে এই কোম্পানিটির নাম কিনে নেন এবং বিলাসবহুল চা, কফি ও খাবারের ব্র্যান্ডে রূপান্তরিত করেন। ২০১০ সালে লন্ডনে প্রতিষ্ঠানটির প্রথম দোকান শুরু করেন তিনি।
Comments