বার্সেলোনা সবকিছুর জন্য লড়াই করবে: জিদান

zinedine zidane
ছবি: রয়টার্স

মাঠ ও মাঠের বাইরে কোনোখানেই বার্সেলোনার সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। গত মৌসুমের বিবর্ণ পারফরম্যান্সের পর এক ঝাঁক তারকাকে দল থেকে ছেঁটে ফেলেছেন নতুন কোচ রোনাল্ড কোমান। তবে স্প্যানিশ লা লিগার শিরোপাধারী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান চিরপ্রতিদ্বন্দ্বীদের খাটো করতে দেখতে নারাজ। তার মতে, সম্ভাব্য সকল শিরোপার জন্য চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় বার্সার রয়েছে।

গত মৌসুমটা কাতালানদের জন্য কেটেছে দুঃস্বপ্নের মতো। একটিও শিরোপাও তারা ঘরে তুলতে পারেনি। এমনকি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ক্লাবটির অধিনায়ক ও প্রাণভোমরা লিওনেল মেসি। তিনি শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকতে সম্মত হলেও কোমানের পরিকল্পনায় খাপ না খাওয়ায় চেনা কিছু মুখকে বার্সার জার্সিতে আর দেখা যাবে না। ইভান রাকিতিচ যোগ দিয়েছেন সেভিয়াতে। আর্তুরো ভিদালের নতুন ঠিকানা হয়েছে ইন্টার মিলান। আর অনেক নাটকীয়তার পর অ্যাতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন বার্সার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ।

মেসির থেকে যাওয়াটা নিঃসন্দেহে ভীষণ স্বস্তির খবর বার্সেলোনার জন্য। তাছাড়া, দলটিতে যোগ দিয়েছেন বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও পর্তুগালের ফরোয়ার্ড ত্রিনকাও। ধারে খেলার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বায়ার্ন মিউনিখ থেকে ন্যু ক্যাম্পে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহোও। জিদানের দৃষ্টিতে বার্সার স্কোয়াড তাই যথেষ্ট শক্তিশালী।

শনিবার রাতে লা লিগায় রিয়াল বেতিসের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে সংবাদ সম্মেলনে দলটির কোচ জিদান বলেছেন, নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে বার্সার কাছ থেকে কঠিন লড়াই প্রত্যাশা করছেন তিনি, ‘আমি (বার্সেলোনার প্রতি) শ্রদ্ধাশীল থাকছি। তাছাড়া, ভেতরে ভেতরে কী চলছে তা আমি জানি না। সেকারণে আমি নাক গলাতে চাই না।... আমি মনে করি, প্রতিটি ক্লাবের নিজস্ব কিছু ইস্যু ও সমস্যা থাকে। তবে আমার মতে, দল ও স্কোয়াডের বিচারে বার্সেলোনা এমন একটা ক্লাব, যারা সবকিছুর জন্য লড়াই করবে।... আমার কোনো সন্দেহ নেই।’

এবারের লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। গত রবিবার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেনের সফলতম ক্লাবটি। সেদিন তাদের আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন। তাছাড়া, মাদ্রিদ ছেড়ে গেছেন হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল, আশরাফ হাকিমি ও সার্জিও রেগিলনের মতো ফুটবলার। তারপরও নতুন কোনো খেলোয়াড় কেনার কথা ভাবছেন না জিদান। তার চাওয়া, দলবদলের সময়সীমা তাড়াতাড়ি শেষ হয়ে যাক।

ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিদান বলেছেন, ‘এই স্কোয়াড নিয়েই আমাকে কাজ করতে হবে। আমি বাড়তি কোনো কিছু চাইও না।... তবে আমি জানি, এখন থেকে ৫ অক্টোবরের মধ্যে যেকোনো কিছু ঘটতে পারে। আমার মতে, দলবদলের সময় যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাওয়াটা সব কোচের কাছেই সেরা ব্যাপার। আমি মনে করি, আমার সেরা স্কোয়াড রয়েছে এবং আমি সম্পূর্ণরূপে আমার খেলোয়াড়দের পেছনে আছি।’

Comments

The Daily Star  | English

Workers' protest causes long tailback at Gazipur

Following the strike, heavy traffic congestion was seen on the Dhaka-Mymensingh, Dhaka-Kishoreganj, Dhaka-Tangail, and Dhaka-Sylhet highways

31m ago